চট্টগ্রাম অফিস॥
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা নিয়ে স্মারক পোষ্টার, ক্যালেন্ডার ও স্টিকার চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমানের হাতে তুলে দেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর, নিয়াজ মোহাম্মদ খান। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে নগরীর পাঁচলাইশ এলাকায় দলীয় আহ্বায়কের বাসায় এবং হালিশহরে দলীয় সদস্য সচিবের বাসায় ২৩নং পাঠানটুলী ওয়ার্ড বিএনপি, যুবদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ভীন্নধর্মী এই আয়োজন করেন নিয়াজ মোহাম্মদ খান।
এমন উদ্যোগে স্বাগত জানিয়ে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা নিয়ে প্রথম ২৭ দফা প্রস্তুত করে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই জাতীর প্রয়োজনে ৩১ দফা উত্থাপন করেছিলেন। সমমনা ৪২টি দলের সাথে সমন্বয় করে ৩১ দফা চূড়ান্ত করেন তারেক রহমান। তখন ফ্যাসিষ্ট সরকার ক্ষমতায় ছিল। ৩১ বাংলাদেশের জনগনের মুক্তির সনদ। এই ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে ভবিষ্যতে বাংলাদেশের অর্থনীতি ও সমাজনীতিতে আমুল পরিবর্তন আসবে। ৩১ দফাকে ছড়িয়ে দেয়ার জন্য বিএনপির যুগ্ম আহ্বায়ক নিয়াজ মোহাম্মদ খান যে উদ্যোগ নিয়েছেন তা মহানগরের ৪৮টি ওয়ার্ডের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
নাজিমুর রহমান বলেন, ৩১ দফা নিয়ে নিয়াজ মোহাম্মদ খানের উদ্যোগটা প্রশংসনীয়। মহানগর বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানাই। স্মারক পোষ্টার ও ক্যালেন্ডার মানুষের ঘরে ঘরে থাকলে মানুষ দেখতে পাবেন এবং ৩১ দফা সম্পর্কে বুঝার চেষ্টা করবেন। জনকল্যানে তারেক রহমান ৩১দফা প্রনয়ন করেছেন এটা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়া আমাদের লক্ষ্য। বাংলাদেশ মানুষের মুক্তির সনদ ৩১ দফা। আগামীর বাংলাদেশের অর্থনীতি, যুবসমাজের বেকারত্ম দূরীকরণ, ছাত্রদের ভবিষ্যৎ পরিকল্পনা, কৃষক কিভাবে দ্বিগুন/তিনগুন করে মানুষের কল্যানের জন্য উৎপাদন করবেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রাপ্তি, দক্ষতা বাড়ানো-এ ধরনের যতগুলো বিষয়ক আছে সবগুলো রাষ্ট্রের জন্য কল্যানমুখী কাজ ৩১ দফার মধ্যে এগুলো সন্নিবেশিত আছে। আমরা সাংগঠনিক কর্মকান্ডের মাধ্যমে মানুষের দুয়াওে পৌঁছে দেয়ার চেষ্টা করছি।
মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নিয়াজ মোহাম্মদ খান বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার বিকল্প নেইযেখানে নাগরিকদের অধিকার থেকে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে। এই কথাগুলোই আমরা সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেয়ার জন্য স্মারক পোষ্টার, ক্যালেন্ডার, স্টিকার ও লিফলেট আমাদের নগর দলীয় অভিভাবক চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমানের হাতে তুলে দিয়েছি। পর্যায়ক্রমে মানুষের ঘরে পৌঁছে দেয়ার ব্যবস্থা করব। ৩১ দফায় সর্বত্র প্রচার ঘটলে মানুষ বুঝতে পারে বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে। স্বৈরাচার সরকারের সময় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা ঘোষনা করেছিলেন। আজ যারা সংস্কার প্রস্তাবনা দিয়েছে, তাদের অনেকেই তখন সংস্কারের ধারেকাছেও ছিলেন না। বিগত ১৭ বছরে মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় যারা সোচ্চার ছিলেন, তারা বৈষম্যের শিকার হয়েছেন। প্রতিটি সেক্টরকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছে আওয়ামী লীগ। দেশকে ধ্বংস থেকে রক্ষা করতেই ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে বিএনপি।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা রফিক মেম্বার , আব্দুল হালিম, আব্দুল মান্নান, আব্দুল আজিম ,এ,এস,এম নাসির, মোজাহের খান, আনু মিয়া বাবুল, হাজী ইসমাইল, আব্দুল নুর, আব্দুল, আব্দুল আজিজ, আবুল কালাম, যুবদল নেতা মোঃ ফারুক, মোঃ মুরাদ ও জাসাস নেতা মোঃ তানভীর।