মিলন উদ্দিন , চট্টগ্রাম ব্যুরো::
সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ভাইরাল চট্টগ্রামের আন্দরকিল্লাহ জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল ও নার্সি ইনস্টিটিউট এর সামনে এক যুবকের ভিডিও ভাইরাল। যা নিয়ে তোলপাড় সর্বত্র। চিলে কান নিয়ে গেছে’ এমন গুজবের মতো অবস্থা। অনৈতিক সুবিধা নিতে না পেরে একটি পক্ষ পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা ঘটিয়েছে বলে অসুন্ধানে জানা গেছে। ঘটনার নেপথ্যে জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল ও নার্সি ইনস্টিটিউট ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে। কেননা যারা অনৈতিক সুবিধা নিতে চেয়ে কমিটিতে আসতে পারেন নাই তারা এমন কান্ড ঘটিয়েছেন।
জানা গেছে, চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির কমিটি গঠিত হয় গত ৩০ এপ্রিল। সেখানে পদাধিকার বলে জেলা পরিষদের প্রশাসক চেয়ারম্যান, মনিরুল ইসলাম ইউসুফকে ভাইস চেয়ারম্যান ও আব্দুল আউয়াল চৌধুরীকে সেক্রেটারী করে ১১ সদস্যের এডহক কমিটি করা হয়েছে। গত ১৮ মে জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল ও নার্সি ইনস্টিটিউট ব্যবস্থাপনা কমিটি গঠিত হয়। সেখানে বিডিআরসিএস এর এ্যাডহক ম্যানেজিং বোর্ড সদস্য ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডাঃ ইমরান বিন ইউনুসকে চেয়ারপার্সন, মনিরুল ইসলাম ইউসুফকে ভাইস চেয়ারপার্সন ও জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল ও নার্সি ইনস্টিটিউট এর ইনচার্জ আলা উদ্দিন পাটোয়ারীকে সদস্য সচিব করা হয়।
হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি গঠন হওয়ার পর পরিচালনায় গতিশীলতা ফিরে এসেছে। দীর্ঘদিনের আর্থিক অনিয়ম জবাবদিহিতার মধ্যে এসেছে। রোগী ও স্বজনরা সন্তোষ প্রকাশ করেছেন। এতে করে অসাধু কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে টনক নড়ে।
অনুসন্ধানে জানা গেছে, চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী আব্দুল আউয়াল চৌধুরী নিয়মনীতির তোয়াক্কা করে ব্যক্তিগতকাজে হাসপাতালের গাড়ী ব্যবহার করে আসছেন। চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি আর রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল ও নার্সি ইনস্টিটিউট কার্যক্রম সম্পূর্ণ আলাদা। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি গঠিত হওয়ার পর নানাভাবে চেষ্টা করেছিলেন কমিটি বাতিল করতে ব্যর্থ হন। এছাড়াও ইউনিট কমিটির হওয়ার পূর্বের সময় বরখাস্তকৃত হাসপাতালের চীফ এডমিন অফিসার আশরাফ উল্লাহ সুজনকে বহাল করতে নানাভাবে চেষ্টা করছিলেন।
১৩ জুলাই জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল ও নার্সি ইনস্টিটিউট এর পরিচালনা কমিটির প্রথম সভা ছিল। বৈঠকে চেয়ারপার্সন ডা. ইমরান বিন ইউনুস, ভাইস চেয়ারপার্সন মনিরুল ইসলাম ইউসুফ সহ সংশ্লিষ্ট সবাই উপস্থিত ছিলেন। চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী আব্দুল আউয়াল চৌধুরীর নিয়ম বহির্ভূত গাড়ী ব্যবহারের প্রসঙ্গটি আসে। সিদ্ধান্ত হয় হাসপাতালের গাড়ী ব্যক্তিগত কাজে যেন ব্যবহার না করা হয়। হাসপাতালের আর্থিক শৃঙ্খলা ও উন্নয়নে নানা সিদ্ধান্ত গৃহীত হয়।
জানা গেছে, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির কার্যক্রমকে বাধাগ্রস্থ করতে পরিকল্পিতভাবে বহিরাগতদের নিয়ে একটি নাটক সাজিয়ে ঘটনা অন্যদিকে মোড় নেওয়ার চেষ্টা করা হয়।