নিজস্ব প্রতিবেদক ॥
আমরা কখনো কোনো রাজনৈতিক দলকে বিশেষভাবে সহায়তা করিনি। আমাদের দায়িত্বের মধ্যে আমরা কাউকেই বিশেষভাবে দেখিনি। দায়িত্ব পালনের ক্ষেত্রে আমাদের কাছে সকলেই সমান। যেখানে জনদুর্ভোগ বা ও জীবননাশের হুমকি থাকে সেখানেই আমরা কঠোর হই। জনসাধারণকে সহায়তা করি। সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে গতকাল দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস ‘এ’-তে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম।