চট্টগ্রাম ব্যুরো::
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মোহাম্মদীয়া খানকাহ শরীফে ১২ দিনব্যাপী আশেকে রাসূল (সা.) মিলাদ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।
দ্বিতীয় দিনের আলোচনায় বক্তারা আদর্শ রাষ্ট্রনায়ক হিসেবে হজরত মুহাম্মদ (সা.)-এর অবদান তুলে ধরেন। অনুষ্ঠানের আহ্বায়ক ও মোহাম্মদীয়া খানকাহ শরীফের প্রধান খাদেম আশেকে রাসূল মুহাম্মদ কামরুল বলেন, “রাসূলুল্লাহ (সা.) মানবতার মুক্তির দিশারী এবং আদর্শ রাষ্ট্র গঠনের রোল মডেল।”
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদামবিবিরহাট বায়তুর নূর জামে মসজিদের খতিব এস এম বোরহান তালুকদার। প্রধান অতিথি হিসেবে আলোচনা ও মুনাজাত পরিচালনা করেন মাইজভান্ডার দরবার শরীফের আওলাদে পাক হযরতুল আল্লামা পীরজাদা মাওলানা সৈয়দ ইকবাল ফজল আল হাসানী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নূর ফেরদৌস আলম সেলিম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুফতি সালেহ সুফিয়ান ফরহাদাবাদী মাইজভান্ডারি, মডেল মসজিদের খতিব আবু আহাম্মেদ আহযারী, মাওলানা মনছুরুল হক, মাওলানা জাকারিয়া, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রুস্তম আলী, কারী মোসাদ্দেক, আবুল কালাম, মীর হোসেন, শায়ের মাসুদ রেজা আল কাদেরী, আসিফ, মাষ্টার জয়নাল, মনির হোসেন ও হাফেজ মিরাজ।