ঢাকাবুধবার , ২৭ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সমাজ বদলে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান ধর্ম উপদেষ্টার

সংবাদ প্রতিদিন
আগস্ট ২৭, ২০২৫ ৪:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম অফিস ::

চট্টগ্রামে আজিমুশশান মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) দুপুর ২টায় বাংলাদেশ আহলুস সুন্নাত ওয়াল জামায়াত চট্টগ্রামের উদ্যোগে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বরে এ মাহফিল হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি, বায়তুশ শরফ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ শায়খুল হাদিস প্রফেসর ড. মাওলানা সাইয়্যেদ মুহাম্মদ আবু নোমান। যৌথ সঞ্চালনা করেন উপাধ্যক্ষ মোহছেন আল হুসাইনী ও মাওলানা ইমরানুল হক সাঈদ।

প্রধান অতিথির বক্তব্যে সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ. ফ. ম. খালেদ হোসেন বলেন—

“সীরাতে রাসূলের আলোকে সমাজকে বদলাতে হবে। আগামীতে নেককার মুত্তাকী মানুষের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা দিতে হবে। ৫৪ বছর ধরে এ দেশের সম্পদ লুট হয়েছে, যারা লুট করেছে তারা দেশপ্রেমিক নয়। দ্বীনের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ইসলামিক ফাউন্ডেশন ও ধর্ম মন্ত্রণালয় এ লক্ষ্যে অবিরাম কাজ করছে। রাষ্ট্রে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে কোনো দুর্নীতি থাকবে না।
এ বছরই প্রথম সুষ্ঠুভাবে হজ সম্পন্নের পর হাজিদের প্রায় আট কোটি ২৬ লাখ টাকা ফেরত দেওয়া হয়েছে, যা নজিরবিহীন। ছোটখাটো মতপার্থক্য ভুলে বৃহত্তর স্বার্থে সব মাসলকের আলেমদের বুকের সঙ্গে বুক মিলিয়ে ঐক্যবদ্ধ হতে হবে।”

প্রধান মেহমান হিসেবে আলোচনা করেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসূল (সা.) আল্লামা সাইয়্যেদ মুহাম্মদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল-মাদানী। তিনি বলেন, “আন্দরকিল্লা শাহী জামে মসজিদ সংস্কারকাজ আর বিলম্ব করলে তা বরদাশত করা হবে না। বর্তমানে দুর্ঘটনার আশঙ্কায় মসজিদের দ্বিতীয় তলা বন্ধ রয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য কর্তৃপক্ষকে দায় নিতে হবে।”

প্রধান মুফাসসির প্রখ্যাত আলেম মাওলানা ক্বারী আব্দুল্লাহ আল-আমিন বলেন, “দাঁড়ি রাখা ইসলামী শরিয়তে ওয়াজিব এবং সব নবীর সুন্নাত। পুলিশের অনুমতির শর্ত জনগণ মানে না। হিজাব পরিহিত ছাত্রীদের অপমানের ঘটনায় তীব্র নিন্দা জানাই। সমাজে শান্তি ও নিরাপত্তার জন্য রাসূলের আদর্শ প্রতিষ্ঠার বিকল্প নেই।”

রাসূল (সা.)-এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. আবু বকর রফিক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আ. ক. ম. আবদুল কাদের, ড. মাওলানা গিয়াস উদ্দীন তালুকদার, ড. মাওলানা আহমদ আলী, ড. নেজাম উদ্দিন, ড. শফিউল্লাহ কুতুবী, প্রফেসর ড. আ. স. ম. আব্দুল মান্নান চৌধুরীসহ আরও অনেকে।

অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন দারুল উলুম কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ড. এটিএম তাহের, প্রধান মুহাদ্দিস মাওলানা আহমাদুর রহমান নদভী, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. বি. এম. মুফিজুর রহমান আজহারী, চরকানাই দরবারের পীর মাওলানা মুহাম্মদ হারুনুর রশীদ, মাওলানা শরিয়ত উল্লাহ জিহাদী, মাওলানা ইমরানুল হক সাঈদ, মাওলানা মহিউদ্দিন মাহবুব প্রমুখ।

সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ হাফিজুল হক নিজামী, বায়তুশ শরফ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সলিম উল্লাহ, দারুল উলুম কামিল মাদ্রাসার মুহাদ্দিস শাহজাদা মাওলানা মনিরুল মান্নান প্রমুখ।

অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। আওলাদে রাসূল সাইয়্যেদ মুহাম্মদ আনোয়ার হোসাইন তাহের জাবেরীর দোয়া ও মুনাজাতে মাহফিলের সমাপ্তি হয়। সভাপতি প্রফেসর ড. সাইয়্যেদ মুহাম্মদ আবু নোমান স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ ও মোবারকবাদ জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: